শুক্রবার , মার্চ ২৯ ২০২৪
নীড় পাতা / জাতীয় / অল্প দিনের মধ্যেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে উপনীত হবে: রেলমন্ত্রী

অল্প দিনের মধ্যেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে উপনীত হবে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘১৫ আগস্ট এদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। এদিন বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার লক্ষ্যকে আঘাত করা হয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।’

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি একথা বলেন। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘ইতোমধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অল্প দিনের মধ্যে এদেশ উন্নয়নশীল দেশে উপনীত হবে।’ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত আত্মনির্ভরশীল দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

আরও দেখুন

“ বৈশ্বিক এই সংকটের জন্যে আমরা দায়ী নই, কিন্তু আমরা ভুক্তভোগী”- প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,“বিগত বছরগুলোতে করোনা মহামারীর …