রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / অর্থপাচারকারীদের যাবতীয় তথ্য চেয়েছে হাইকোর্ট

অর্থপাচারকারীদের যাবতীয় তথ্য চেয়েছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:
অর্থপাচারকারীদের দেশ ও জাতির শত্রু উল্লেখ করে তাদের সব ধরণের তথ্য চেয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

চার সপ্তাহের মধ্যে অর্থপাচারকারীদের তথ্য দিতে পররাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশীদ আলম খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

আদালত বলেছে, আমরা সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করতে চাই। অর্থ পাচারকারীরা দেশ ও জাতির শত্রু।

এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত।

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …