শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / অর্থপাচারকারীদের যাবতীয় তথ্য চেয়েছে হাইকোর্ট

অর্থপাচারকারীদের যাবতীয় তথ্য চেয়েছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:
অর্থপাচারকারীদের দেশ ও জাতির শত্রু উল্লেখ করে তাদের সব ধরণের তথ্য চেয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

চার সপ্তাহের মধ্যে অর্থপাচারকারীদের তথ্য দিতে পররাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশীদ আলম খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

আদালত বলেছে, আমরা সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করতে চাই। অর্থ পাচারকারীরা দেশ ও জাতির শত্রু।

এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …