সুরজিত সরকার:
বৈশিক মহামারি করোনা ভাইরাস শুরুর দিকে শিশু শিল্পী অর্ক পাল ঘরবন্দি থেকে করোনা ভাইরাস নিয়ে ছবি এঁকেছিল। করোনার দাপট বাড়ছে দিনকে দিন। স্কুল বন্ধের মেয়াদও বাড়ছে। এদিকে অর্ক তার নিজ প্রতিভায় করোনা ভাইরাস নিয়ে নতুন ধারণায় ছবি এঁকেছে। এবার এঁকেছে আমার “সোনার বাংলা করোনা গ্রহণ” ছবিতে দেখা যায় শান্তির প্রতীক দুটি কবুতর দুপাশ থেকে জাতীয় পতাকা ঠোঁটে নিয়ে উড়ছে। এদিকে পতাকার লাল সবুজের মাঝে সর্বনাশা করোনাভাইরাসের গ্রাস করার চিত্র। অর্কের চিন্তাশক্তি সত্যই প্রশংসনীয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রবাবে পৃথিবী মাস্ক পরে আছে এমন আঁকা এর আগের ছবিগুলোতেও ফুটে উঠেছিল।
অর্ক পাল নাটোরের মরিয়ম শিশু বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে। করোনা আতঙ্কে হোম কোয়ারেন্টাইনে থেকে পড়া লেখার পাশাপাশি অর্ক ছবি আঁকছে। ছবি গুলো অর্কের বাবা বিশ্বজিত পালের ফেসবুক থেকে সংগৃহীত।