সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / অযথা ঘোরাঘুরি করায় পুঠিয়ায় দু’জনকে জরিমানা

অযথা ঘোরাঘুরি করায় পুঠিয়ায় দু’জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাস্ক ছাড়া ও বাইক নিয়ে অযথা বাইরে ঘোরাঘুরি করায় দুইজনকে ২৫০০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, পুঠিয়া, রাজশাহী।

এছাড়াও তিনি শুক্রবার উপজেলার ঝলমলিয়া বাজার, সরিষবাড়ি, সৈয়দপুরসহ জিউপাড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসমাগম বন্ধে ও জনসাধারণের ঘরে অবস্থান নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেন বলে জানান।

এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই অংশ হিসাবে কান্দ্রা আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেন এবং তিনি বলেন আপনারা ঘরে নিরাপদে থাকুন, খাবার পৌঁছে দেবো আমরা’।

তাছাড়াও তিনি সরকারের নির্দেশনা মতে, পুঠিয়া উপজেলার এলাকা ঘুরে জনগণকে ঘরে অবস্থান সহ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ জানান। একান্ত জরুরি প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …