নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় সুষ্ঠু, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে অমর একুশে ফেব্রয়ারি ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩’ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রয়ারি) সকালে উপজেলা পরিষদের বড়াল সভা কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম প্রমূখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, সুধীজন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …