শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / অবশেষে নিজস্ব জায়গা পেলো শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৪০

অবশেষে নিজস্ব জায়গা পেলো শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৪০

নিজস্ব প্রতিবেদক
নাটোরে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বিকেল তিনটার দিকে এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগের কমিশনার নূর-উর-রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন আহমেদ প্রমুখ। জেলা প্রশাসনের অর্থায়নে এই শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজের প্রাথমিকভাবে ১তলা একটি ভবন নির্মাণ করা হবে এবং পর্যায়ক্রমে এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে।

উল্লেখ্য ২০০৬ সালে সুবিধা বঞ্চিত, ঝরে পড়া শিশুদের নিয়ে শহরের উপর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় যাত্রা শুরু করে। বর্তমানে এই বিদ্যালয়ে ১২৫ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন জানান, অবহেলিত বঞ্চিত কর্মজীবী শিশুদের লেখাপড়া করানোর জন্যই এই বিদ্যালয় স্থাপন করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …