রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / খেলা / অবশেষে নাটোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

অবশেষে নাটোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
অবশেষে নাটোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার বিকেলে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নাটোরের স্বপন স্মৃতি সংঘ সিংড়ার কলম ফুটবল একাডেমি কে ট্রাইবেকারে ৪-১ গোলে হারায়।

করোনার কারণে দীর্ঘ সাত মাস বন্ধ হয়ে থাকার পর আজ শুক্রবার এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন রেফারি বাবুল আক্তার, ফাইনালে ম্যাচসেরা হন স্বপন স্মৃতি সংঘের খেলোয়াড় বাদল। ৮ গোল করে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন একই দলের খেলোয়াড় সজীব। খেলায় চ্যাম্পিয়ন দল ছবি ছাড়াও পুরস্কার হিসেবে পঁচিশ হাজার টাকা পান রানার আপ দল পান বিশ হাজার। ম্যাচ সেরা খেলোয়াড় কে প্রাইজমানি হিসেবে পাঁচ টাকা প্রদান করা হয়। ফেয়ার প্লে ট্রফি পান বড়াইগ্রাম উপজেলা ফুটবল দল।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শাহরিয়াজ পিএএ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য লুৎফুর রহমান আনন্দ, মোস্তারুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাটোর ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও নাটোর পৌরসভা ২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …