সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / অবশেষে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাঁজাসিরাজ আটক

অবশেষে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাঁজাসিরাজ আটক

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী গাঁজা সিরাজ (৬০) গাঁজাসহ অবশেষে গুরুদাসপুর থানা পুলিশের হাতে আটক হয়েছে। আটক সিরাজ উদ্দিন উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের মৃত ভূলাই উদ্দিনের ছেলে।

রবিবার রাত ১টার দিকে থানা পুলিশ তার নিজ বাড়ির সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। গোপন সংবাদের ভিত্তিতে এস আই শহিদুল ইসলাম, এ এস আই আবুল কালাম তাকে আটক করেন। সিরাজের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ব্যাপক মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তাকে ধরতে থানা পুলিশ বেশ কিছুদিন ধরে প্রানপণ চেষ্টা চালিয়ে আসছিলো। সিরাজ পুলিশের হাতে আটক হাওয়া এলাকার সাধারন জনগণ থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম বলেন, সিরাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …