নীড় পাতা / উত্তরবঙ্গ / ‘অপারেশন ডেভিল হান্ট’ সিংড়ায় আ’লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

‘অপারেশন ডেভিল হান্ট’ সিংড়ায় আ’লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে সাবেক কাউন্সিলরসহ দুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিংড়া পৌরসভার ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ (৬২) এবং তাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরহাদ প্রামাণিক (২৬)।

এ দুজনসহ সিংড়ায় অপারেশন ডেভিল হান্টে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণা চলাকালে ও ২০২৩ সালে দলীয় কর্মসূচি পদযাত্রায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক দুটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সিংড়ায় মা সমাবেশে ১১ জন পেলেন ‘সেরা মা’ সম্মাননা

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় লালোর উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় লালোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা/অভিভাবকদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাহাবুব আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান।

এছাড়াও বক্তব্য দেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক এড. বাকী বিল্লাহ রশীদি। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন আমেনা বেগম, রেজিনা আক্তার বানু, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সাজেদুর রহমান, বাঁধন প্রাং, তাসকিয়া আশরাফি, মাহী আহমেদ রিফাত, সাহেদ আলী, সাবেকুন্নারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ।

হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের পক্ষ হতে পূর্ব ঘোষণা মোতাবেক মায়েদের অনুপ্রাণিত করতে বিদ্যালয়ের ১১টি শাখার সকল শাখার শিক্ষক কর্তৃক ১০০ নম্বরে পরিক্ষা শেষে মূল্যায়ন করে ‘সেরা মা ২০২৫’ ঘোষণা করা হয় এবং সেরা ১১ মা এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আরও দেখুন

দেশে বিচারহীনতার সংস্কৃতি শুরু হয়েছে নাটোরে বিএনপির মিডিয়া সেলের সদস্য পুতুল

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং নাটোর জেলা বিএনপির যুগ্মআহবায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুল …