শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / Uncategorized / অপরিকল্পিত ব্রীজ কাজে আসছেনা সিংড়ার কৃষকদের

অপরিকল্পিত ব্রীজ কাজে আসছেনা সিংড়ার কৃষকদের

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া উপজেলার সাতপুকুরিয়া গ্রামের পুর্বে অপরিকল্পিত ব্রীজ নির্মানে কাজে আসছেনা কৃষকদের। জানাযায়, ২০১৫/১৬ অর্থ বছরে সাতপুকুরিয়া – হিজলী গ্রামের সংযোগ সড়কে ব্রীজটি নির্মান করে দুর্যোগব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রাণালয়। মোট ৭৭ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজটির নির্মান কাজ শেষ হয়। কিন্তু নির্মানকাজ শেষ হলেও এলাকাবাসির কাজে লাগছেনা। বেড়েছে দুর্ভোগ।কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারেনা।

এলাকাবাসি এই ব্রীজটিরনাম দিয়েছেহুক্কুব্রীজ। বৃষ্টিএলে পথচারীদের উঠানামাই খুব কষ্টসাধ্য ব্যাপার। তাছাড়া ব্রীজের উচ্চতার কারনে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারেনা। এতে করে কৃষকরা ন্যায্য মূল্যের ধান বাজারে নিয়ে আসতে পারছেনা। কৃষকরা জানান, ব্রীজটি অন্তত ২০ ফিট দুরত্বে হলেও যানবাহন চলাচল করতে পারতো, কিন্তু চলনবিলের সাবমার্সিবুল রাস্তার সাথে লাগানোর কারনে ব্রীজটিখুব ঝূকিপূর্ণ। এর আগে কয়েকটি ছোটখাট দুর্ঘটনা ঘটেছে।

ইটালী ইউপিচেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, জনসাধারণের চলাচলের জন্য এবং দুর্ঘটনা রোধে আমরা সচেষ্টআছি। ব্রীজ দিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য এপ্রোচ সড়ক দেয়ার প্রস্তাব পাঠানো হয়েছে।

আরও দেখুন

১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামসহ সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের …