সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / অন্নপূর্ণা সংঘের পূজা মন্ডপের শুভ উদ্বোধন

অন্নপূর্ণা সংঘের পূজা মন্ডপের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের অন্নপূর্ণা সংঘের পূজা মন্ডপের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে শহরের কান্দিভিটা এলাকায় এই মন্ডপ এর শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মন্ডপের উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

অন্নপূর্ণা সংঘের সভাপতি বিশিষ্ট আইনজীবী নাটোর আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী প্রমূখ।

অন্নপূর্ণা সংঘের এবারে ষষ্ঠবারের মতো পূজা আয়োজন করেছে। বৈচিত্র এবং ভিন্নতা নিয়ে অন্নপূর্ণা সংঘ বরাবরই সবার দৃষ্টি আকর্ষণ করে। তবে করোনা মহামারীতে এবারের আয়োজন সংক্ষিপ্ত করে সরকারি নির্দেশনা মোতাবেক পূজার আয়োজন করা হয়েছে। অন্নপূর্ণা সংঘের সভাপতি অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার সবাইকে পূজা দেখতে আসার নিমন্ত্রণ জানিয়েছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …