রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / অনেকে এখনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন: প্রধানমন্ত্রী

অনেকে এখনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার স্মৃতিচারণ করে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক মানুষ এখনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন সেই বিভীষিকাময় হামলার।

সোমবার (২৪ আগস্ট) সকালে মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতেই তিনি এ কথা বলেন। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সচিবালয় থেকে।

বৈঠকের শুরুতেই ২১ আগষ্টের বোমা হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আইভি রহমানের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, তার মতো সুন্দর মানুষের এমন বীভৎস মৃত্যু সহ্য করা কঠিন।

তিনি বলেন, ‘আইভি রহমান মহিলা আওয়ামী লীগের নেতা এবং প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে যুক্ত ছিলেন। আমরা দীর্ঘকাল একসাথে রাজনীতি করেছি।’

শেখ হাসিনা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগের লীগের ২২ নেতা-কর্মী মারা যান এবং তাদের মধ্যে চারজন ছিলেন মহিলা আওয়ামী লীগের। এছাড়া সেখানে অজ্ঞাতপরিচয় দুজনের লাশ ছিল। সম্ভবত ওগুলো আক্রমণকারীদের লাশ ছিল। আমরা তাদের সম্পর্কে কিছুই জানি না, কেউ তাদের লাশ দাবি করতে আসেননি। তবে আমরা আমাদের ২২ নেতা-কর্মীকে হারিয়েছি এবং আহত হয়েছিলেন ৬০০-৭০০ জন,’ বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, ওই হামলায় আহত অনেকেই চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠার পরও শরীরে থাকা স্প্লিন্টারের কারণে পরে মারা যান। এছাড়া অনেকে এখনও তাদের দেহে স্প্লিন্টার বহন করে বেড়াচ্ছেন।

সূত্র: চাঁপাইনবাবগঞ্জ

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …