সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / অনাবৃষ্টি ও দাবদাহ হতে মুক্তি পেতে নাটোরে বাগাতিপাড়ায় ব্যাঙের বিয়ে

অনাবৃষ্টি ও দাবদাহ হতে মুক্তি পেতে নাটোরে বাগাতিপাড়ায় ব্যাঙের বিয়ে

নিজস্ব প্রতিবেদক:

অনাবৃষ্টি ও দাবদাহ হতে মুক্তি পেতে নাটোরে বাগাতিপাড়ায় ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে। আজ ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের কালিকাপুর এলাকাবাসীর আয়োজনে আব্দুস সাত্তারের বাড়িতে এই ব্যাঙের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে ছোট বাচ্চাদের সাথে সাধারণ মানুষ, কৃষক, চিকিৎসক, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।

এলাকাবাসী বলেন, বৈশাখের তীব্র খরায় ঘরে-বাইরে কোথাও ছিটেফোঁটা স্বস্তি নেই। একটু বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেছে এই অঞ্চলে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না।

এমন পরিস্থিতিতে মহান আল্লাহর দরবারে প্রার্থনার পাশাপাশি প্রাচীন সংস্কৃতি মেনে ব্যাঙের বিয়ে দিয়ে একটু প্রশান্তির আশায় বৃষ্টি চেয়েছি। সেইসঙ্গে আল্লাহ আমাদের মোনাজাত কবুল করে অনাবৃষ্টি দূর করে জমিনকে শীতল করার জন্য প্রার্থনা জানিয়েছেন তারা। দীর্ঘ দাবদাহের কারণে প্রাচীন সংস্কৃতির অংশ হিসেবে বৃষ্টি কামনায় ব্যাঙের বিয়ে দিচ্ছে তারা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …