নিউজ ডেস্ক:
এবার ডিজিটাল হাটে কোরবানির পশু বিক্রি গতবারের চেয়ে কয়েকগুণ বেড়েছে। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) তথ্যমতে, সারাদেশে রোববার পর্যন্ত ১ হাজার ৮৬৫ কোটি ৫ লাখ টাকার পশু অনলাইনে বিক্রি হয়েছে।
ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল জানান, এ পর্যন্ত ডিজিটাল হাট থেকে সরাসরি বিক্রি হয়েছে ৮১৭টি পশু। সস্নটার বুকিং হয়েছে ২৬২টি পশু। সারাদেশে অনলাইনে বিক্রি হয়েছে ২ লাখ ৮৮ হাজার ৬৮টি পশু। মোট টাকার পরিমাণ ১ হাজার ৮৬৫ কোটি ৫ লাখ টাকা।
গতবারের কোরবানির ঈদে অনলাইনে ২৭ হাজারের বেশি পশু বিক্রি হয়েছিল।
প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে এবারের ডিজিটাল হাট বাস্তবায়ন করছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন। গত ৪ জুলাই থেকে এ হাটের যাত্রা শুরু হয়।