রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জাতীয় / অধ্যাপক আনিসুজ্জামান সিএমএইচে ভর্তি

অধ্যাপক আনিসুজ্জামান সিএমএইচে ভর্তি

নিউজ ডেস্কঃ

গুরুতর অসুস্থ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে প্রধানমন্ত্রীর নির্দেশে সিএমএইচে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন। এর আগে প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক আনিসুজ্জামানকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শনিবার দুপুর বেলা আড়াইটার দিকে তাকে সিএমএইচে নেওয়া হয়। অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান জানান, বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ। এখন আরও একটু উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তাকে সিএমএইচে নিয়ে আসা হয়েছে। এখানে আসার পর বাবার শারীরিক অবস্থা আগের তুলনায় একটু ভালো আছে। তার অবস্থা এখন স্থিতিশীল। এর আগে গুরুতর অসুস্থতা নিয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আনিসুজ্জামান। ৮৩ বছর বয়সী এই অধ্যাপকের হৃদরোগের সমস্যা ছাড়াও কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স ও প্রস্টেটের সমস্যা রয়েছে।

খ‌্যাতিমান অধ‌্যাপক আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে। ভারত ভাগের পর তারা এপারে চলে আসেন। 

সূত্রঃ বিডি-প্রতিদিন

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …