নিজস্ব প্রতিবেদক:অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগে নাটোরে রোদেলা পরিবহনের চালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে বাসটি। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। আটক দু’জন হচ্ছে, চালক শাহিন হোসেন এবং সুপারভাইজার লিলেন হোসেন। নাটোর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মিনহাজ উদ্দিন জানান, রোদেলা পরিবহন নামের একটি বাস রাজশাহী থেকে নাটোর পর্যন্ত যাত্রী পরিবহন করে। কিন্তু বাসের চালক ও সুপারভাইজার যাত্রী উঠানোর সময় বগুড়া যাওয়ার প্রতিশ্রুতি দেয়। এসময় নির্ধারিত ভাড়ার চেয়ে বাসের সুপারভাইজার অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি যাত্রীদের সাথে দুব্যবহার করে। পরে বাসে থাকা যাত্রীরা পুলিশ সুপারকে বিষয়টি অবগহত করে। বাসটি নাটোরে এসে পৌঁছানোর পর বগুড়া না গিয়ে
যাত্রী নামিয়ে দেয়। এসময় বাসের চালক এবং সুপারভাইজারকে আটক করে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। যাত্রীরা থানায় সামনে এলে কর্তৃপক্ষ তাদের অতিরিক্ত ভাড়া ফেরত দেয়।