সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / অতিদরিদ্রসহ চার শ্রেণির ভাতা বাড়ছে

অতিদরিদ্রসহ চার শ্রেণির ভাতা বাড়ছে

নিউজ ডেস্ক:

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি), প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং বয়স্ক ভাতা বাড়াচ্ছে সরকার। প্রতিবন্ধী, হিজড়া জনগোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচিতে শুধু উপকারভোগীর সংখ্যা বাড়ছে, ভাতার পরিমাণ একই থাকছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইজিপিপির দৈনিক মজুরি বাড়ছে মাসিক ২০০ টাকা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ১৫০ টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৫০ টাকা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা ৫০ টাকা এবং বয়স্ক ভাতা ১০০ টাকা করে বাড়ছে। বিধবা ও বয়স্ক ভাতার উপকারভোগীর সংখ্যাও বাড়ানো হচ্ছে। ইজিপিপির দৈনিক মজুরি দ্বিগুণ হলেও উপকারভোগীর সংখ্যা কিছুটা কমছে। অপরিবর্তিত থাকছে প্রতিবন্ধী শিক্ষার্থী উপকারভোগীর সংখ্যা। সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০২৩-২৪ অর্থবছরের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কমিটির সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মাহবুবুল মোকাদ্দেম বলেন, ‘সরকার এ খাতে যে বরাদ্দের কথা বলে থাকে, সেটা বিবেচনায় নিলে দেখা যায় জিডিপির তুলনায় বরাদ্দ অনেক কম। আশা করছি, নির্বাচনী বছরে এবার কিছুটা হলেও সংশোধন করা হবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইজিপিপি প্রকল্প অতিদরিদ্র ও মৌসুমি বেকার শ্রমিক পরিবারের জন্য। যেসব শ্রমিক কাজ করতে আগ্রহী কিন্তু কোনো কাজ পান না তাঁদের জন্য বছরে দুটি পর্যায়ে এই প্রকল্পের কাজ চলে। বর্তমানে প্রতি কর্মদিবসে ২০০ টাকা করে মজুরি পান শ্রমিকরা। ২০২৩-২৪ অর্থবছর থেকে তা বাড়িয়ে ৪০০ টাকা করা হবে। ২০২২-২৩ অর্থবছরে এই খাতে উপকারভোগীর সংখ্যা ছিল চার লাখ ৭৮ হাজার। ২০২৩-২৪ অর্থবছরে উপকারভোগীর সংখ্যা হবে তিন লাখ ৮৯ হাজার।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি প্রাথমিক স্তরে ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা, মাধ্যমিক স্তরে ৮০০ থেকে ৯৫০ টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৯০০ টাকা থেকে বাড়িয়ে ৯৫০ টাকা করা হচ্ছে। উচ্চতর স্তরে আগের মতো এক হাজার ৩০০ টাকা উপবৃত্তি থাকছে। ২০২৩-২৪ অর্থবছরে ভাতা বাড়লেও উপকারভোগীর সংখ্যা এক লাখই থাকছে।

বর্তমানে বয়স্ক ভাতা দেওয়া হয় ৫৭ লাখ এক হাজার নারী-পুরুষকে। আগামী বাজেটে ভাতাভোগীর সংখ্যা এক লাখ বাড়িয়ে ৫৮ লাখ এক হাজার জন করা হবে। মাসিক ভাতা বেড়ে হবে ৬০০ টাকা। বিধবা ভাতাভোগী এক লাখ বেড়ে হবে ২৫ লাখ ৭৫ হাজার জন। মাসিক ভাতা পাবেন ৫৫০ টাকা করে।

পাঁচ লাখ ৩৫ হাজার জন বাড়িয়ে আগামী অর্থবছরে ২৯ লাখ প্রতিবন্ধী ভাতা পাবে। তবে ভাতার পরিমাণ ৮৫০ টাকাই রাখা হচ্ছে। বর্তমানে চার হাজার ৮১৫ হিজড়া ভাতা পেলেও আগামী অর্থবছরে ছয় হাজার ৮৮০ জন ভাতা পাবে। এর মধ্যে বিশেষ ভাতাভোগী দুই হাজার ৬০০ জন থেকে বাড়িয়ে করা হবে পাঁচ হাজার ৬২০ জন। ভাতার পরিমাণ ৬০০ টাকাই থাকছে। অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচিতে বর্তমানে ভাতাভোগীর সংখ্যা ৬৯ হাজার ৫৭৩। আগামী অর্থবছরে ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে করা হবে ৮২ হাজার ৫০৩। এর মধ্যে বিশেষ ভাতাভোগীর সংখ্যা ৪৫ হাজার ২৫০ থেকে বাড়িয়ে ৫৪ হাজার ৩০০ করা হবে। ভাতার পরিমাণ ৫০০ টাকাই থাকবে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …