শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / অতিথি না করায় বঙ্গবন্ধুর মিলাদ মাহফিলে বাধা

অতিথি না করায় বঙ্গবন্ধুর মিলাদ মাহফিলে বাধা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজিবর রহমানকে অতিথি না করায় অনুষ্ঠানে বাধা প্রদানের অভিযোগ।

সোমবার দুপুরে উপজেলার জিগরী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন বাগাতিপাড়া মডেল থানায় সন্ধায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় ও থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জিগরী উচ্চ বিদ্যালয়ে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠান চলালাকালীন সময় দুপুর ১২ টার দিকে প‚র্ব পরিকল্পনা মোতাবেক অবৈধ ভাবে বিদ্যালয়ে প্রবেশ করেন সদ্য উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজিবর রহমানের খালাতো ভাই শামীম, শাহজাহান আলীর ছেলে কামরুল ইসলাম, বিলগোপালহাটী গ্রামের খয়ের উদ্দিনের ছেলে ইউসুফ আলী, ইউনুস আলীর ছেলে ইমন আলীসহ অজ্ঞাত ১০-১২ জন । এসময় তারা প্রধান শিক্ষককে অশালিন ও অকথ্য ভাষায় আক্রমনাক্তক ভাবে হুমকি দেন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠান করতে দিবেনা এমন প্রকাশ্য হুমকি দেন। এসময় প্রধান শিক্ষকের শোর চিৎকারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিরুল ইসলাম টারজানসহ অনেকেই এসে অভিযুক্তদের হাত থেকে প্রধান শিক্ষকের জীবন রক্ষা করে। ওই শিক্ষক দাবি করেন এমন ঘটনায় তার মান সম্মানের ব্যপক ক্ষতি হয় ।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বাগাতিপাড়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান বলেন, তিনি স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হওয়া সর্তেও তাকে অনুষ্ঠানে অতিথি না করায় অনুষ্ঠানের আয়োজকদের সাথে তার কর্মীদের কথা কাটাকাটি হয়। এর বেশি কিছু হয়নি সেখানে। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎখনিক পুলিশ পাঠিয়েছিলাম। ঘটোনা স্থলে গিয়ে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহন করা হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …