বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অজ্ঞাত একজন নাটোর হাসপাতলে

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অজ্ঞাত একজন নাটোর হাসপাতলে

নিজস্ব প্রতিবেদক
নাটোরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অজ্ঞাত একজন সদর হাসপাতলে ভর্তির খবর পাওয়া গেছে। নাটোরের বনবেলঘরিয়া বাইপাস মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করে এলাকাবাসী। পরে দুপুর ১২ টার দিকে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায় দুপুর ১২ টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাকে অজ্ঞান অবস্থায় বাইপাস মোড়ে রেখে যায়। এসময় এলাকাবাসী দেখেন যে তার পকেট কাটা রয়েছে এবং অজ্ঞান হয়ে আছে। তাদের ধারণা কোন কিছু খাইয়ে অথবা নিঃশ্বাসে প্রয়োগ করে তাকে অজ্ঞান করে তার কাছে রক্ষিত সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে।

পরিচয় সনাক্ত করার মত কোন কিছুই তাঁর কাছে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

আরও দেখুন

নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …