সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / অজ্ঞাত রোগে মুরগির মড়ক, সর্বশান্ত খামারি

অজ্ঞাত রোগে মুরগির মড়ক, সর্বশান্ত খামারি

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ

নাটোরের সিংড়ায় বড় বারোইহাটি গ্রামে অজ্ঞাত রোগে ২২’শ লেয়ার মুরগী মারা যাওয়ায় সর্বশান্ত খামারি সাবেক ইউপি মেম্বার আব্দুল করিম সরদার।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, তাঁর দুটি খামারে মুরগী মরে পড়ে আছে। জানা যায়, প্রায় ৫ বছর আগে বাড়ির পাশে পোল্ট্রি মুরগীর খামার গড়ে তোলেন তিনটি খামার রয়েছে, এর মধ্য দুটি খামারের মুরগী ৭ দিন থেকে মারা যাচ্ছে। কি কারণে মারা যাচ্ছে তা বলতে পারছে না।

আব্দুল করিম বলেন, আমার তিনটি খামারে প্রায় তিন হাজার মুরগী ছিলো। গত ৭ দিন থেকে মুরগী মারা যাচ্ছে। মুরগী মারা যাওয়ায় লক্ষ লক্ষ টাকা লোকসান গুনতে হচ্ছে। অজ্ঞাত রোগে মুরগী গুলো মারা যাচ্ছে। তিনি আরো বলেন, দলে মূল্যয়ন নাই, কর্মে এসে ক্ষতির সম্মুখীন। পথে বসার উপাক্রম হয়েছে। মাথায় লক্ষ লক্ষ টাকার লোন। কি করবো ভেবে পাচ্ছি না।

প্রতিবেশিরা জানান, প্রবীণ আওয়ামীলীগের একজন কর্মী। বর্তমানে দলে মূল্যয়ন নাই। ৫ বছর ইউপি মেম্বার হয়ে ঘরের টিনের চালাই রয়ে গেছে। হঠাৎ কয়দিন থেকে তাঁর খামারের মুরগী মারা যাচ্ছে।

এবিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: গৌরাঙ্গ তালুকদার জানান, এ বিষয়ে আমার জানা ছিলো না। তাঁর খামারের মুরগী পরীক্ষা করে দেখতে হবে কেন মারা যাচ্ছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …