সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / অজ্ঞাত বৃদ্ধা মহিলার দায়িত্ব নিলেন সিংড়ার ইউএনও

অজ্ঞাত বৃদ্ধা মহিলার দায়িত্ব নিলেন সিংড়ার ইউএনও

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া বাসষ্ট্যান্ডে পাওয়া অজ্ঞাত বৃদ্ধা মহিলার দায়িত্ব নিয়েছেন সিংড়ার নতুন ইউএনও এম.এম. সামিরুল ইসলাম। শুক্রবার রাতে বাসষ্ট্যান্ডে ঐ বৃদ্ধা মহিলাকে দেখতে পায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুবায়ের আহমেদ জয় ও যুগ্ন সম্পাদক বনি আহমেদ।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ ও সাংবাদিক রবিন খান। পরে বিষয়টি ভাইরাল হলে ইউএনও ঐ বৃদ্ধা মহিলার দায়িত্ব গ্রহণ করেন। রাতেই ঐ মহিলাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

পরে তাঁকে দুটি কম্বল দেন এবং খাবার ব্যবস্থা করেন। বর্তমানে বৃদ্ধা ঐ মহিলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীণ অবস্থায় রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতে ঐ বৃদ্ধাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। সেখানে ডাক্তারের তত্ববধানে রয়েছে। সন্ধান না পেলে সেভ হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …