শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / অগ্নি সন্ত্রাস করলে বিএনপিকে ছাড় দেয়া হবে না – পলক

অগ্নি সন্ত্রাস করলে বিএনপিকে ছাড় দেয়া হবে না – পলক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, অগ্নি সন্ত্রাস করলে বিএনপিকে ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগের প্রতিটি কর্মী মাঠে থাকবে। যে কোনো সন্ত্রাসকে মোকাবিলা করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা। বিএনপি আবার ক্ষমতায় আসলে দেশ অন্ধকারে যাবে, সন্ত্রাসের নগরীতে দেশ পরিনত হবে। তাই ওদের রুখতে সবাইকে সক্রিয় ভ‚মিকা পালন করতে হবে।

পলক আরো বলেন, জয়ের নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আগামী তে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সেই লক্ষ্য সরকার কাজ করছে। আজকে ডিজিটাল ডিভাইস ব্যবহার করেই সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা। সাইবার যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে। আমাদের সজাগ হতে হবে। সক্রিয় থাকতে হবে। যারা নৌকায় ভোট দেয় আর ভোট চায় তারা কর্মী। আর যারা রাজপথের জীবন দিতে প্রস্তত তারা যোদ্ধা।

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তৈরি করতে হবে। যারা অর্থলোভী হবে না। যারা মানবিক৷ স্মার্ট কর্মী হবে দেশের জন্য কাজ করবে, জনগনের জন্য কাজ করতে হবে। সরকারের উন্নয়নের কর্মকাÐের খবর ছড়িয়ে দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা সরকার আপনাদের কি দেয়নি। বিদ্যুৎ, রাস্তা ঘাট, স্বাস্থ্যসেবা অবকাঠামো, বয়স্ক, বিধবা ভাতা সহ সকল ভাতা। শুক্রবার দুপুর ১২ টায় গোডাউন চত্বরে রোড টু স্মার্ট বাংলাদেশ দ্যা ড্রিল অনলাইন ক্যাম্পেইন এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত হোন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

আরও দেখুন

সিংড়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,নাটোরের সিংড়ায় বিষ প্রয়োগ করে রাতের আঁধারে একটি পুকুরের মাছ নিধন করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *