শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / অক্সিজেনের কোনো সঙ্কট নেই হাসপাতালগুলোতে

অক্সিজেনের কোনো সঙ্কট নেই হাসপাতালগুলোতে

নিউজ ডেস্ক:
হাসপাতালগুলোতে কোনো অক্সিজেন সঙ্কট নেই। সরকার হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আদালতকে এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

গতকাল মঙ্গলবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চকে তিনি এ তথ্য দেন। আদালতে অ্যাডভোকেট ইশরাত হাসান করোনায় অক্সিজেন সঙ্কটরে বিষয়টি তুরে ধরেন। তিনি সীমিত সময়ের জন্য শিল্প-কারখানায় অক্সিজেন সরবরাহ বন্ধ রেখে শুধু হাসপাতাল ও মেডিকেলকলেজগুলোতে রোগীদের জন্য অক্সিজেন সরবরাহের নির্দেশনা চান। তিনি বলেন, ভারতে করোনাকালে শিল্প-কারখানায় অক্সিজেন সাপ্লাই বন্ধ রেখে শুধুমাত্র হাসপাতাল ও মেডিকেল সেন্টারে সাপ্লাই দিচ্ছে। অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ও হাসপাতালগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহেরও আবেদন জানান।

এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী বলেন, দেশে অক্সিজেনের কোনো সঙ্কট নেই। সরকার হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ রয়েছে।

আদালত তখন বলেন, সরকার যেহেতু অক্সিজেন সরবরাহের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ও অক্সিজেনের সঙ্কট নেই বলে জানাল সরকারপক্ষ। তাই আমরা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করব। মানুষের জীবন বাঁচানো সবার আগে। প্রয়োজন হলে আদালত অবশ্যই বিষয়টি দেখবে।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …