সোমবার , অক্টোবর ১৪ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / ৯ থেকে ৩০শে অক্টোবর ইলিশ ধরা নিষেধ
'২২ দিন সংশ্লিষ্ট সব স্থানে স্থানীয় সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।'

৯ থেকে ৩০শে অক্টোবর ইলিশ ধরা নিষেধ

নারদ বার্তা ডেস্কঃ
৯ থেকে ৩০শে অক্টোবর, মোট ২২দিন প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশ-আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এমন ঘোষণা সাপেক্ষে নিজ দপ্তরে ব্রিফ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

প্রতিমন্ত্রী জানান, ‘মা ইলিশ ধরা নিষিদ্ধ সময়ের আগেই ইলিশ সমৃদ্ধ ৩৫ জেলার ১৪৭ উপজেলায় মোট ৪ লাখ ৮ হাজার ৩২৯টি জেলে পরিবারকে ২০ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।’

একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকার সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। প্রশ্নোত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘বাজারে ইলিশের দাম বেশি মধ্যস্বত্বভোগীদের কারণে, তবে সরকার নিয়ন্ত্রণের চেষ্টা রয়েছে।’

আরও দেখুন

বেড়াতে এসে কেউটে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ……….নাটোরের বড়াইগ্রামে কাল কেউটে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে১৯ দিন চিকিৎসাধীন থাকার …