শুক্রবার , সেপ্টেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ২০ হাজার ইয়াবাসহ টেকনাফে আটক ২

২০ হাজার ইয়াবাসহ টেকনাফে আটক ২

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। গ্রেপ্তারকৃতরা হলেন- সাবরাং ইউনিয়নের মৃত. আলী আকবরের ছেলে ইমরান হোসেন (৩৫) ও মো. আইয়ুবের ছেলে মো. হারুন (২৩)।

কোস্ট গার্ড সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে সাবরাং ইউনিয়নের হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুর্বৃত্তরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আটককৃত দুই ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং কোস্ট গার্ড সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার সোহেল রানা ও অন্য এক সদস্য আহত হয়। পরবর্তী সময় কোস্ট গার্ডের সদস্যরা এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য কোস্ট গার্ড স্টেশন টেকনাফে নেয়া হয়। মঙ্গলবার তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …