বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ২০১০ সালে নিহত বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বাবু স্মরণে সভা অনুষ্ঠিত

২০১০ সালে নিহত বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বাবু স্মরণে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
২০১০ সালে নাটোরের বড়াইগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লা নূর বাবুর নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে বনপাড়া সরদার পাড়া জামে মসজিদ চত্ত¡রে বাবুর কবরের পাশে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, সহ-সভাপতি আলী আকবর, বনপাড়া পৌর বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সরদার রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠণিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুস সালাম মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি আতিকুর রহমান বেলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলেকজান্ডার নাজিম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পারভেল, লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনসার আলী মন্ডল, বিএনপি নেতা এবিএম ইকবাল হোসেন রাজু, সাহাবুল ইসলাম, আব্দুল মুন্নাফ ও খলিলুর রহমান গাজী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন লিটন প্রমুখ বক্তব্য রাখেন। পরে নেতাকর্মীরা সানাউল্লা নুর বাবুর কবর জিয়ারত করেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় সানাউল্লা নুর বাবু খুন হন।

আরও দেখুন

নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩

নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …