শুক্রবার , সেপ্টেম্বর ১৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি-হাকিমপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হিলি-হাকিমপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের হাকিমপুরে সোমবার বিকেলে জমিতে কাজ করার সময় বজ্রপাতে জানিব আলী (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত জানিব আলী উপজেলা দক্ষিণ মাধবপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
নিহতের ছেলে সাজ্জাদ হোসেন জানান, বিকেলে বাড়ির পশ্চিম পাশে মাঠের জমিতে বাবা জানিব আলী কাজ করছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে তিনি আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

সিংড়ায় শহীদ ছাত্র-জনতার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিবেদক:   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে দোয়া, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি …