বুধবার , অক্টোবর ৪ ২০২৩
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি সীমান্তে এখন শারদীয় দুর্গোৎসবে মিলন মেলা।

হিলি সীমান্তে এখন শারদীয় দুর্গোৎসবে মিলন মেলা।

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
সীমান্তের শুন্য আঙ্গিঁনায় কাঁটা তারের বেড়ায় দু’দেশের সীমান্তবাসীদের বিভাজন করলেও বাঙ্গালীর ভলোবাসার টানে হিলি সীমান্তে জমে উঠেছে শারদীয় দূর্গোৎসবের মিলন মেলা। আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে পুজোর আদলে প্রানবন্দ হয়ে উঠেছে হিলি সীমান্তের জিরোপয়েন্ট।

সার্বজনীন দূর্গাপুজোকে ঘিরে হিলি সীমান্তের চেকপোষ্ট (জিরোপয়েন্ট) এলাকায় বইছে এখন উৎসবের মাতন। দু’দেশের সজনদের সাথে পুজোর আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিদিনই যেনো কমতি নেই দর্শনাথীদের উপচেপড়া ভীড়।

ইচ্ছে থাকলেও ভিসা জটিলতার কারনে ভারতে যেতে না পেরে আক্ষেপের যেনো শেষ নেই দর্শনার্থীদের। সীমান্ত অতিক্রম করতে না পারলেও অনেকে নিজের স্মৃতি ধরে রাখতে অনেক ছবি তুলে স্বাক্ষী রাখছেন শুন্য রেখাতে। এবার পুজোতে পাসপোর্ট যাত্রী পারাপার বেড়েছে তিনগুন।

আরও দেখুন

ডলার কারসাজির দায়ে ১০ ব্যাংকের ট্রেজারিপ্রধানকে জরিমানা

নিউজ ডেস্ক:আমদানিকারকের জন্য বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দরে ডলার বিক্রির দায়ে বেসরকারি খাতের ১০ …