শুক্রবার , জুলাই ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি সীমান্তে এখন শারদীয় দুর্গোৎসবে মিলন মেলা।

হিলি সীমান্তে এখন শারদীয় দুর্গোৎসবে মিলন মেলা।

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
সীমান্তের শুন্য আঙ্গিঁনায় কাঁটা তারের বেড়ায় দু’দেশের সীমান্তবাসীদের বিভাজন করলেও বাঙ্গালীর ভলোবাসার টানে হিলি সীমান্তে জমে উঠেছে শারদীয় দূর্গোৎসবের মিলন মেলা। আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে পুজোর আদলে প্রানবন্দ হয়ে উঠেছে হিলি সীমান্তের জিরোপয়েন্ট।

সার্বজনীন দূর্গাপুজোকে ঘিরে হিলি সীমান্তের চেকপোষ্ট (জিরোপয়েন্ট) এলাকায় বইছে এখন উৎসবের মাতন। দু’দেশের সজনদের সাথে পুজোর আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিদিনই যেনো কমতি নেই দর্শনাথীদের উপচেপড়া ভীড়।

ইচ্ছে থাকলেও ভিসা জটিলতার কারনে ভারতে যেতে না পেরে আক্ষেপের যেনো শেষ নেই দর্শনার্থীদের। সীমান্ত অতিক্রম করতে না পারলেও অনেকে নিজের স্মৃতি ধরে রাখতে অনেক ছবি তুলে স্বাক্ষী রাখছেন শুন্য রেখাতে। এবার পুজোতে পাসপোর্ট যাত্রী পারাপার বেড়েছে তিনগুন।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …