নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি-বগুড়া রুটে যাত্রিবাহী বাস চলাচল বন্ধ রয়েছে

হিলি-বগুড়া রুটে যাত্রিবাহী বাস চলাচল বন্ধ রয়েছে

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবীতে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে হিলি-বগুড়া রুটে অনিদ্রিষ্টকালের জন্য যাত্রিবাহী বাস চলাচল বন্ধ করে রেখেছেন বাস চালকরা। এতে করে বিপাকে পড়েছেন পাসপোর্ট যাত্রী, ব্যবসায়ী সহ এই পথে চলাচলরত যাত্রিরা। তবে আজ সকাল থেকে ৪ টি গাড়ীর কাগজপত্র আপডেট থাকায় তারা চলাচল শুরু করেছে।

গত শনিবার সকাল থেকে চালকরা নিজ নিজ গাড়ি বন্ধ রেখে দাবীর প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচি পালন করছেন। এতে করে ওই পথে চলাচলরত যাত্রিরা বাস না পেয়ে বিপাকে পড়েছেন, বিকল্প উপায়ে বাড়তি ভাড়ার মাধ্যমে গন্তব্যে পৌছানোর চেষ্টা করছেন তারা। আজ মঙ্গলবার সকাল থেকে ৪০টি গাড়ীর মধ্যে ৪টি গাড়ী হিলি-বগুড়া সড়কে চলাচল শুরু করলেও অন্যান্য গাড়ী চলাচল বন্ধ রয়েছে। তবে হিলি-দিনাজপুর, হিলি-জয়পুরহাট রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বাস চালকেরা বলছেন, সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে নতুন আইনে চালকের মৃত্যুদন্ড বা আহত হলে ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। তারা এই আইন মানতে রাজী নন।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …