শুক্রবার , সেপ্টেম্বর ১৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে সাপুড়ে সেজে খেলা দেখাতে গিয়ে যুবকের মৃত্যু

হিলিতে সাপুড়ে সেজে খেলা দেখাতে গিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
হিলি সীমান্ত সংলগ্ন খট্রামাধবপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে সাপুড়ে সেজে সাপের খেলা দেখাতে গিয়ে সাপের দংশনে আবু মুসা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশীর বাড়ি থেকে সাপ উদ্ধার করে পাশ্ববর্তী ডাঙ্গাপাড়া বাজারে উৎসুক জনতার মাঝে খেলা দেখাতে গিয়ে এ ঘটনা ঘটে। এক পর্যয়ে রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, সে ডাঙ্গাপাড়া বাজারের ওয়েল্ডিং ব্যবসায়ী ও সখের বশে সাপ ধরে মানুষকে সাপখেলা দেখাতো।

মৃত যুবকের বড় ভাই মোস্তাকিম হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে একটি গোখরা সাপ নিয়ে খেলা দেখাতে আসে মুসা। খেলা দেখানো শেষে সাপটিকে বস্তায় রাখতে গেলে তার হাতে দংশন করে।

এ সময় সে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সাপের দংশনে আবু মুসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দেখুন

সিংড়ায় শহীদ ছাত্র-জনতার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিবেদক:   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে দোয়া, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি …