শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলিতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হিলিতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, হিলি
হিলিতে অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে হিলির লোহাচড়া গ্রামের পাকারাস্তার উপর থেকে ফেনসিডিলসহ তাদের আটক করে। আটককৃতরা হলো, হিলির নওদাপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম (৩৯), একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে আকাশ বাবু (১৯)।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, সীমান্ত থেকে মাদক নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার গোপন সংবাদ পেয়ে পুলিশের বিশেষ একটি টিম ওই স্থানে অভিযান চালায়। এসময় রিয়াজুল ও বাবু নামের দুজনকে আটক করলেও অপর একজন পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি বস্তার ভেতর থেকে ৩৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *