নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে ডেঙ্গু, গুজব, মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

হিলিতে ডেঙ্গু, গুজব, মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক, হিলি
হিলিতে ডেঙ্গু, গুজব মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ওসি আনোয়ার হোসেনসহ অনেকে।

সভায় বক্তারা, ডেঙ্গু প্রতিরোধে সকলের নিজ নিজ বাসা বাড়িতে ফুলের টব, নারিকেলের মালা, এসিসহ কোথাও যেন পানি জমে না থাকে সে জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রদান করেন। এছাড়াও গুজবে কান না দিয়ে কাউকে সন্দেহ হলে ৯৯৯ এ কল করে জানানোর আহবান জানান। এছাড়াও মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …