বৃহস্পতিবার , মার্চ ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে জেলহত্যা দিবস পালিত

হিলিতে জেলহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, হিলি: দিনাজপুরের হিলিতে কালো ব্যাজ ধারন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরন ও কালোপতাকা উত্তোলন এবং বিশেষ দোয়া খায়েরের মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার সকাল ৮টায় হিলি বাজারস্থ উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে নেতাকর্মীরা কালোব্যজ ধারন করেন। এর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে পূষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় সেখানে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক, সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে নুরুন্নাহার (৩৬) নামে ৪ সন্তানের জননী গ্যাস ট্যাবলেট খেয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *