বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

হিলিতে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, হিলি
হিলিতে মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও মাসকালাই চাষে উৎসাহিত করতে কৃষক ও কৃষানীদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়েছে। হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০১৯-২০ অর্থবছরে খরিফ-২ মৌসুমের কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় বুধবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে কৃষক ও কৃষানীদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমসহ অনেকে।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন জানান, হাকিমপুর উপজেলায় মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও কৃষকদের মাসকালাই চাষে উৎসাহিত করতে ২০জন কৃষক ও কৃষানীদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়েছে। এসময় প্রত্যেক কৃষক ও কৃষানীকে ৫ কেজি করে মাসকালাই বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরন করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই  প্রতিপাদ্যকে সামনে রেখে …