নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
হালতি বিলে বেড়াতে এসে পানিতে পড়ে মোখলেসুর রহমান নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষক নিখোঁজ। শনিবার বিকেলে পাটুল ঘাট থেকে নৌকায় করে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষক নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও রাজশাহী বিনোদপুর মেহেরচন্ডি এলাকার নুরুল ইসলাম এর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজশাহী থেকে মোখলেসুর রহমান এবং তার ছয় জন সঙ্গী উপজেলার মিনি কক্সবাজার খ্যাত পাটুল ঘাটে বেড়াতে আসেন। সেখান থেকে তারা একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে হালতি বিলের মধ্যে বেড়াতে যায়। সেখানে প্রাপ্তি সাহা নামে একজন শিক্ষক অসাবধানতাবশতঃ নৌকা থেকে পানিতে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে মোখলেসুর রহমানও পানিতে ঝাঁপিয়ে পড়েন। মাঝি এবং অন্যেরা প্রাপ্তি সাহাকে সুস্থ অবস্থায় নৌকায় তুলতে পারলেও মোখলেসুর রহমান পানিতে ডুবে যান।
খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ডুবুরি দল দ্রুত সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোখলেসুর রহমানের কোনো সন্ধান পাওয়া যায়নি।
আরও দেখুন
সিংড়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় পুকুরের পাড় থেকে ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার …