রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / হালতি বিলের মাঝিদেরকে ১শ পিস লাইফ জ্যাকেট প্রদানের প্রতিশ্রুতি দিলেন জেলা প্রশাসক

হালতি বিলের মাঝিদেরকে ১শ পিস লাইফ জ্যাকেট প্রদানের প্রতিশ্রুতি দিলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের মাঝিদের জন্য ১শ পিস লাইফ জ্যাকেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। মঙ্গলবার বিকেলে হালতি বিলের পাটুল ঘাটে নলডাঙ্গা উপজেলার সকল নৌকার মাঝিদের নিয়ে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক এই প্রতিশ্রুতি দেন।

উক্ত সভায় সকল মাঝিদের নৌকায় পর্যাপ্ত পরিমান লাইফ জ্যাকেট, বয়া, নিরাপত্তা সামগ্রী ও রাতে আলোর ব্যবস্থা রাখার নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।

এসময়ে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, পিপরুল ইউপি চেয়ারম্যান কলিমউদ্দিন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ পরিচালক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় হালতি বিলে বেড়াতে আসা ভ্রমণকারীদের এবং মাঝিদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে সচেতন হওয়ার নানান দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

আরও দেখুন

লালপুরে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক লালপুর……..ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী বনলতা এক্সপ্রেসট্রেনের ধাক্কায় নাটোর লালপুরে রমজান(৩২)নামের এক …