বৃহস্পতিবার , ডিসেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / হবিগঞ্জে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জ অংশে গড়ে উঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
অভিযানে শায়েস্তাগঞ্জ, ওলিপুর, মাধবপুর ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তগঞ্জ সড়ক বিভাগের প্রকৌশলী জ্যোতিষ গোস্বামীসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন শায়েস্তগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলেন, মহাসড়কের পাশের অবৈধ স্থাপনাগুলোর ফলে প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনা লেগেই আছে। তাই মহাসড়কের পাশে যাতে করে কোনো ধরণের অবৈধ স্থাপনা না থাকে সে লক্ষ্যে অভিযান শুরু হয়েছে। গুঁড়িয়ে দেয়া হয়েছে প্রায় পাঁচশতাধিক স্থাপনা। এ অভিযান সব সময় অব্যাহত থাকবে।

আরও দেখুন

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …