শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / স্বেচ্ছাশ্রমে খাল পরিস্কার করেছেন আনসার ভিডিপি সদস্যরা

স্বেচ্ছাশ্রমে খাল পরিস্কার করেছেন আনসার ভিডিপি সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,নাটোরে স্বেচ্ছাশ্রমে খাল পরিস্কার করেছেন আনসার ভিডিপি
সদস্যরা। সদর উপজেলার বানিয়াকোলা খালে পন্ডিতগ্রাম ব্রিজ এলাকায়
বৃহস্পতিবার দিন ব্যাপি খাল পরিস্কার কাজ করেন জেলার ৩০জন সদস্য।
জেলার খাল গুলো পরিস্কার রাখলে জলাবদ্ধতা অনেকাংশে দুর করা সম্ভব হবে
দাবি করে জানান, জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ।
কমান্ড্যান্ট আরো জানান, ঐতিহ্যগত ভাবে আনসার ও ভিডিপি সদস্যরা
বিভিন্ন সমাজ কল্যান মুলক কাজে অংশগ্রহন করে থাকেন। জেলার
আনসার ভিডিপি সদস্যরা বানিয়াকোলা খালের ৩’শ মিটারের
কচুরিপানা ও অন্যান্য আগাছা স্বেচ্ছাশ্রমে পরিস্কার করেছেন।
ভবিষ্যতেও যেকোন জনকল্যান মুলক কাজে অংশগ্রহনের জন্য প্রস্তুত আছে
আনসার ও ভিডিপি সদস্যরা বলেও জানান এই কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা
আমিনুল হক, সার্কেল এ্যাডজুট্যান্ট জালাল উদ্দিন মোল্লা, উপজেলা
প্রশিক্ষক কনক কুমার দত্তসহ জেলার বিভিন্ন ভাতাভোগি সদস্যরা।

আরও দেখুন

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …