শুক্রবার , সেপ্টেম্বর ২২ ২০২৩
নীড় পাতা / জাতীয় / স্কুল মাদ্রাসার উন্নয়ন কাজ শুরু হয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

স্কুল মাদ্রাসার উন্নয়ন কাজ শুরু হয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, এ সরকার শিক্ষাবান্ধব সরকার। স্কুল মাদ্রাসার উন্নয়ন কাজ শুরু হয়েছে, শিক্ষার উন্নয়নের জন্য যা যা করা দরকার সরকার তাই করবে।

গত বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরের চা-বাগান এলাকায় মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলকল্পে বোয়ালী ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজী ছাইয়েদুল আলম উচ্চবিদ্যালয়ের যৌথ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন রুমেল।

আরও দেখুন

প্রধানমন্ত্রীকে ব্রাউনইউনিভার্সিটি মেডিকেল স্কুলের বিশেষ সম্মাননা

নিউজ ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের ‘ব্রাউন ইউনিভার্সিটি মেডিকেল স্কুল’ বিশেষ সম্মাননা দিয়েছে।স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের …