বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / জাতীয় / সেপ্টেম্বর মাসেই ঢাকা-রংপুর রুটে আরো দুইটি বিরতিহীন ট্রেন

সেপ্টেম্বর মাসেই ঢাকা-রংপুর রুটে আরো দুইটি বিরতিহীন ট্রেন

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রংপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে এক পথসভায় জানিয়েছেন, আসন্ন সেপ্টেম্বর মাসের শুরুতেই ঢাকা-রংপুর রুটে আরো দুইটি বিরতিহীন (নন-স্টপ) ট্রেন চালু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেন দুইটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

রেলমন্ত্রী আরো বলেন, রংপুর থেকে পার্বতীপুর হয়ে সরাসরি আন্তঃনগর ট্রেনটি ঢাকায় যাতায়াত করবে। এ ছাড়াও রংপুর থেকে বগুড়া হয়ে আরো একটি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। তিনি বলেন, রংপুর থেকে দীর্ঘদিন ধরে একটিমাত্র আন্তঃনগর ট্রেন চলাচল করলেও তার টাইম শিডিউল ঠিকঠাক ছিল না। বিষয়টি নিয়ে রংপুরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আরো দুটি ট্রেনের ব্যবস্থা করেছেন।

মন্ত্রী আরো বলেন, প্রতিটি বিভাগীয় শহরে তিন-চারটি করে রেল চলাচল করে। সেদিক থেকে রংপুর বিভাগ পিছিয়ে আছে। উত্তরাঞ্চলে রেলের উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। নতুন ২৬টি কোচ বন্দরে খালাস করা হচ্ছে।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …