নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,নাটোরের সিংড়ায় চারটি বিলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে
৩টি অবৈধ সুতিজাল উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার রাতে মৎস্য
অধিদপ্তরের উদ্যোগে সেনাবাহিনীর সদস্যরা অবৈধ সুতিজাল উচ্ছেদ
অভিযান পরিচালনা করেন। এতে বহুদিনের জলাবদ্ধতা নিরসন হওয়ায়
ভুক্তভোগী কৃষকের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের পুঠিমারী,
পমগ্রাম, সোনাপুর কুশাবাড়ি এলাকায় লয়কালির বিল, বারকুরার বিল,
পচাকান্দর বিল ও ভাষাউড়া বিল এবং মরাগাঙ্গিনা খালে মোট ৩টি স্থানে
অবৈধ সুতিজাল স্থাপন করে মাছ শিকার করে আসছিল স্বার্থন্বেষী
মহল। এতে করে চারটি বিলের পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্থ
হওয়াসহ সময়মত কৃষি আবাদ করতে পারছিল না ভুক্তভোগী কৃষকরা।
পূর্বে এ বিষয়ে বিভিন্ন্ধসঢ়; জায়গায় অভিযোগ জানিয়েও প্রতিকার
পায়নি তারা। এরই এক পর্যায়ে রবিবার দুপুরে শত শত ভুক্তভোগী কৃষক
চারটি বিলের জলাবদ্ধতা দূরীকরণে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার
বরাবর আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে সিনিয়র
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহাদত হোসেনের নের্তৃত্বে অভিযান
পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তিনটি স্থানে
স্থাপনকৃত অবৈধ সুতিজাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এদিকে অবৈধ সূতিজাল উচ্ছেদ করায় স্বস্তি ফিরে এসেছে ভুক্তভোগী
কৃষকদের মাঝে।
শেরকোল এলাকার বাসিন্দা শামসুল মাস্টার, আব্দুল প্রামানিকসহ
একাধিক কৃষক জানান, সুতিজাল দিয়ে মৎস্য শিকার করায় দীর্ঘদিন
ধরে কয়েকটি বিলে জলাবদ্ধতা লেগেই থাকতো। এতে ভুক্তভোগী কৃষকরা
সময়মত চাষাবাদ করতে পারতেন না। এই অভিযানের ফলে কৃষকের দুর্দশা
লাঘব হলো।
উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম জানান, নিয়মিত
অভিযান ও অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
এধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
আরও দেখুন
সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …