শুক্রবার , অক্টোবর ১৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সিএমপির সব থানাতেই হবে মুক্তিযোদ্ধা কর্নার

সিএমপির সব থানাতেই হবে মুক্তিযোদ্ধা কর্নার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর ১৬ থানাতে মুক্তিযোদ্ধা কর্নার করার সিদ্ধান্ত নিয়েছে সিএমপি কর্তৃপক্ষ। 

গত রোববার নগরীর দামপাড়া পুলিশ লাইনের কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এ ঘোষণা দেন। 

তিনি বলেন, দেশের যেকোনো প্রান্তে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেয়ার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানায় মুক্তিযোদ্ধা কর্নার (অভ্যর্থনা কক্ষ) স্থাপন করা হবে। 

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান, মুক্তিযোদ্ধা মোজাফফর আহম্মদ, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীন আহম্মদসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ৫৫ জন মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সম্মাননা দেয়া হয়। সংবর্ধিত পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধের সময় তাদের ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।

আরও দেখুন

রাসিকের স্বাস্থ্য বিভাগকে দুটি কম্পিউটার 

হস্তান্তর করল রেডক্রিসেন্ট নিজস্ব প্রতিবেদক রাজশাহী……..ওয়ার্ড পর্যায়ের স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য সংরক্ষণে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য …