নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় স্ত্রী কুলসুম বেগম (৩২) কর্তৃক স্বামী মিটুল (২৮) এর লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের তেঘর গ্রামে এ ঘটনা ঘটে। কুলসুম বেগম একই ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামের মকলেছের কন্যা। মিটুল তেঘর গ্রামের মোবারক হোসেনের পুত্র। মিটুল বর্তমানে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
জানা যায়, ৮ মাস আগে গার্মেন্টস এ চাকুরির সুবাদে কুলসুমের সাথে পরিচয় হয়। পরিচয় ঘটে এর পর একে অপরকে বিয়ে করে। স¤প্রতি ঈদের ছুটিতে দুজন বাড়িতে আসে। পরে স্ত্রীর দাবিতে উঠে পড়ে লাগে কুলসুম। পরে মিটুলের পরিবার তাকে মেনে নেয়।
ঈদের পর থেকে দুজনের মধ্য মনোমালিন্য ঘটছে। বুধবার রাতে স্বামী ঘুমিয়ে পড়লে ধারালো বেøড দিয়ে লিঙ্গ কর্তন করে স্ত্রী।
সিংড়া থানার ডিউটি অফিসার এসআই পলাশ জানান, স্ত্রী কুলসুমকে আটক করে জবানবন্দির জন্য নাটোর কোর্টে প্রেরন করা হয়েছে।
আরও দেখুন
নন্দীগ্রামে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে …