বুধবার , জানুয়ারি ২২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় মাইম-শো ও বৃক্ষরোপণ

সিংড়ায় মাইম-শো ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় বাংলাদেশ সাংবাদিক ও লেখক ফোরামের উদ্যোগে মাইম-শো পরিবেশন ও বৃক্ষরোপন করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক ও লেখক ফোরামের চেয়ারম্যান মোঃ এমরান আলী রানা’র ব্যবস্থাপনায় মঙ্গলবার দুপুরে দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করে সংগঠনটি।

এসময় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন করেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাজ্জাদ হোসেন। দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসি বেগম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, আব্দুল আউয়াল রিংকু, বাংলাদেশ সাংবাদিক ও লেখক ফোরামের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, মজার স্কুলের পরিচালক চঞ্চল মাহমুদ সংগ্রাম, তাইজুল ইসলাম রিপন, সিংড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক, সদস্য সোহেল রানা, সুইট, সেলিম প্রমুখ।

বৃক্ষরোপণ শেষে দমদমা প্রাথমিক বিদ্যালয়ে মুক্তমঞ্চে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দিতে সজিব ইসলাম মাইম শো পরিবেশন করেন।

আরও দেখুন

নলডাঙ্গায় দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ ও বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,, উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও বার্ষিক সাধারণ সভা …