নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং-এ অতিষ্ঠ গ্রাহকরা

সিংড়ায় বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং-এ অতিষ্ঠ গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
পল্লী বিদ্যুতের অব্যাহত ভেলকিবাজী ও মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ সিংড়া উপজেলাবাসী। বেশ কিছুদিন থেকে চলছে অতিরিক্ত লোডশেডিং। দিনে ৫/৭ বার লোডশেডিং পোহাতে হচ্ছে সিংড়া উপজেলাবাসীকে। বিশেষ করে রাতের বেলা বিদ্যুৎ বঞ্চিত থাকতে হয় সিংড়াবাসীকে।

পৌর শহরের মাদ্রাসা মোড় এলাকার শুভ নামের একজন কম্পিউটার দোকানদার বলেন, দিনের বেলা অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে দোকানে ঠিকমত কাজ করতে পারছি না, আবার রাতেও খুব বিরক্ত করছে। উপজেলার কালিগঞ্জ গ্রামের সমশের আলী বলেন, একদিকে প্রচন্ড গরম, তারপরে আবার বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং। আমরা এর প্রতিকার চাই।

কৈগ্রামের হাবিবুর রহমান ও সরকারপাড়া মহল্লার সাব্বির বলেন, বিদ্যুতের লোডশেডিং এ খুবই দূর্বিষহ অবস্থা, আমরা লোডশেডিং মুক্ত সিংড়া চাই। শালমারা গ্রামের মাহাবুর শেখ ও নিংগইন গ্রামের শাহিন আলী বলেন, লোডশেডিং এ আমরা অতিষ্ঠ, এর প্রতিকার চাই।

আরও দেখুন

সিংড়ায় কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সিংড়া (নাটোর)নাটোরের সিংড়ায় কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে …