নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় বাঘাইড় মাছ দেখতে উৎসুক জনতার ভীড়

সিংড়ায় বাঘাইড় মাছ দেখতে উৎসুক জনতার ভীড়

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া উপজেলা চত্বরে একটি সাড়ে ২১ কেজি ও একটি ১০ কেজি ওজনের বাঘাইড় মাছ দেখতে উৎসুক জনতার ভীড় লাগতে দেখা গেছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভীড় দেখা যায়। পরে ১০ কেজি ওজনের মাছটি এক ব্যবসায়ী সাড়ে ছয় হাজার টাকায় ক্রয় করে। মাছ দুটির দাম হাঁকা হয়েছিল ৩০ হাজার টাকা।

মাছ বিক্রেতা বগুড়ার শেরপুর উপজেলার মোঃ ইসমাইল জানান, ‘সোমবার ভোররাতে যমুনা নদীতে ধরা পরে বিশাল ওজনের এই দুটি বাঘাইড় মাছ। আমি সেখান থেকে কিনে এনেছি।’

তিনি আরও জানান, এ পর্যন্ত বেশ কয়েকজন ক্রেতা তার মাছ দাম করেছেন তবে ছোট মাছটি বিক্রি হয়েছে, বড় মাছটির সর্বোচ্চ দাম ১৫ হাজার টাকা বলা হয়েছে। তবে ২০ হাজার টাকা হলে বিক্রি করবো।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …