বৃহস্পতিবার , অক্টোবর ১০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় প্রাথমিক বিদ্যালয়ে মানবতার দেয়াল ও সততা ষ্টোর উদ্বোধন

সিংড়ায় প্রাথমিক বিদ্যালয়ে মানবতার দেয়াল ও সততা ষ্টোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ সিংড়ার একান্নবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবতার দেয়াল ও সততা ষ্টোর উদ্বোধন করেন সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেন “আপনার অপ্রয়োজনীয় পোশাক হতে পারে অন্যের প্রয়োজন” এ শ্লোগান সামনে রেখে চামারী ইউনিয়নের একান্নবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবতার দেয়াল ও সততা ষ্টোর উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। সততা স্টোর ও মানবতার দেয়াল উদ্বোধন করেন চামারী ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও চামারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব শাহাদাৎ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, চামারী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি প্রভাষক মোঃ রুহুল আমিন, চামারী ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, চামারী ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহীনূর ইসলাম, একান্নবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস,এম ফরহাদুল আলম, অত্র প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

আরও দেখুন

মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

নিজস্ব প্রতিবেদক….. নাটোরে পূজা মন্দির পরিদর্শন করেন রাজশাহীতে কর্মরত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। …