মঙ্গলবার , জুলাই ১৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ট্রাক-ভুটভুটি সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

সিংড়ায় ট্রাক-ভুটভুটি সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় পণ্যবাহী ট্রাকের সাথে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৪ জন।

শনিবার দুপুরে উপজেলার বামিহাল দুর্গাপুরের সারুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত গরু ব্যবসায়ী ডাহিয়া ইউনিয়নের পাঁচপাকিয়া গ্রামের রওশন মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা (৪৫)। এ ঘটনায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ভুটভুটিতে সবাই গরু ব্যবসায়ী ছিল। ঈদকে সামনে রেখে তারা গরু কেনার উদ্দেশ্য হাটে যাচ্ছিলেন। হঠাৎ পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলীকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

সিংড়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলা এবং পৌর বিএনপির সদস্য সংগ্রহ, ওয়ার্ড ও ইউনিয়ন নির্বাচন …