রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / সিংড়ায় ইউএনও’র বাজার তদারকি, জরিমানা

সিংড়ায় ইউএনও’র বাজার তদারকি, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় বিভিন্ন বাজার তদারকি ও ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিংড়া কাঁচা বাজার, মাংসের বাজার, জামতলী বাজার, কালিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন তিনি। এসময় সিংড়া বাজারের মাংসের দোকানদার আশরাফুল ইসলামকে ৫ হাজার টাকা, পেঁয়াজের দোকানদার সুরুজ্জামানকে ১ হাজার, এম কে ট্রেডার্সের আঃ মতিনকে ১ হাজার ও জামতলী বাজারের বিলাস হোটেল এন্ড রেস্টুরেন্টের বিকাশ চন্দ্রকে ১ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবুল ফজল নুরুজ্জামান, সিংড়া থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম প্রমুখ।

ইউএনও বলেন, জনস্বার্থে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

সিংড়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় পুকুরের পাড় থেকে ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার …