বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / সিংড়া শহর পরিচ্ছন্নতায় পরিবেশ কর্মীরা

সিংড়া শহর পরিচ্ছন্নতায় পরিবেশ কর্মীরা

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,পৌর প্রশাসনের পাশাপাশি এবার নাটোরের সিংড়া পৌর শহর পরিচ্ছন্নতায় নেমেছেন পরিবেশ কর্মীরা। শহরের রাস্তায় ঘুরে ঘুরে পলিথিন, কলার খোসা, কাগজের টুকরো, ময়লা ও প্লাস্টিক বর্জ্য কুড়িয়ে বস্থায় ভরছেন। বাজারের দোকানিদের নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলাতে সচেতন করছেন। শুক্রবার সকালে ৩ ঘন্টা এই কর্মসূচি পালন করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। সকাল ৭ টায় চলনবিল গেট এলাকা থেকে কর্মসূচি শুরু হয়ে শহরের বাজারের মুরগীহাটি, মাদ্রাসা মোড় ও কোর্ট মাঠ এলাকার তিনটি রাস্তায় এই পরিচ্ছন্নতা চালানো হয়।

কর্মসূচিতে নেতৃত্বদানকারী সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, তারা এক যুগ ধরে চলনবিলের পাখি, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছেন। তাছাড়া বিভিন্ন সামাজিক আন্দোলনেও ভূমিকা রেখে চলেছেন। গত প্রায় এক মাস ধরে হাট-সিংড়া খালের আবর্জনা অপসারণ ও শহর পরিচ্ছন্নতায় নেমেছেন সদ্য যোগদানকৃত পৌর প্রশাসক। একটি পরিচ্ছন্ন শহর উপহার দিতেই সংগঠনের সদস্যরা পৌর প্রশাসনকে সহযোগিতায় নেমেছেন। তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মসূচিতে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ-সভাপতি শারফুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান সহ ২১ জন সদস্য অংশ গ্রহণ করেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …